সুপ্রিম কোর্টের ‘বিতর্কিত’ সেই ভাস্কর্য ভাঙচুর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১২ পিএম, ০৬ আগস্ট ২০২৪

গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যটি ভাঙচুর করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ জনতা ভাস্কর্যটি ভেঙে ফেলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, থেমিসের হাত ও হাতে থাকা দাঁড়িপাল্লা ধরে রাখা ইস্পাতের ভাস্কর্যটি ভাঙা রয়েছে।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সময়ে ভাস্কর্যটি স্থাপন করা হয়। তখন সেটিকে মূর্তি আখ্যা দিয়ে তা অপসারণের জন্য আন্দোলন গড়ে তোলে হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলো।

এক পর্যায়ে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে সরিয়ে এনেক্স ভবনের সামনে স্থাপন করা হয়।

এফএইচ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।