নিম্ন আদালতের নিরাপত্তায় সেনাবাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৮ আগস্ট ২০২৪

ঢাকার নিম্ন আদালতের নিরাপত্তার দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। তারা আদালতের ফটক ও গেটে অবস্থান নিয়েছেন। সেনাবাহিনীর সদস্যদের দেখে স্বস্তি দেখা গেছে আইনজীবী, বিচারপ্রার্থী ও সিভিল পোশাকে থাকা পুলিশদের।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকার নিম্ন আদালতে সেনাবাহিনীকে নিরাপত্তার দায়িত্বে থাকতে দেখা যায়। গত দুইদিন ধরে আদালতের নিরাপত্তায় থাকা কোনো পুলিশ সদস্যকে ইউনিফর্ম পরা অবস্থায় দেখা যায়নি।

সরেজমিনে দেখা যায়, নিম্ন আদালতে বিচারিক কার্যক্রম চলছে। বিচারকরা নিয়মিত এজলাসে বসছেন। আইনজীবীরা মামলার শুনানি করছেন। সাধারণ নিবন্ধন শাখার (জিআর) শাখার পুলিশ সদস্যদের সিভিল পোশাকে মামলার নথি নিয়ে আদালতে যেতে দেখা যায়।

জেএ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।