২ যুগ পর নির্বাচন
জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল, মহাসচিব মাজহারুল
দুই বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বুধবার (৩০ অক্টোবর) অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন হয়। ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা ৪৫ পর্যন্ত অনলাইনে চলে ভোট গ্রহণ কার্যক্র।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব হিসেবে কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সভাপতি ও মহাসচিবসহ ১৬টি পদে মোট ৪৫ জন বিচারক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
সারাদেশের ২ হাজার ১৮৫ বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। তবে ২ হাজার ৩৫ জন ভোটার ভোট প্রদান করেন।
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অর্ন্তর্বতী নির্বাহী কমিটির সভাপতি মো. জাকির হোসেন গালিব, মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. সাব্বির ফয়েজ এ সময় উপস্থিত ছিলেন।
এফএইচ/এমআইএইচএস/জিকেএস