সুপ্রিম কোর্টে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ এএম, ২৮ নভেম্বর ২০২৪

সুপ্রিম কোর্টে চট্টগ্রাম আইনজীবী সমিতির অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টার পর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে ও পরে সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবী সংগঠন চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হত্যায় জড়িতদের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি তোলেন আইনজীবীরা।

গায়েবানা জানাজায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, বর্তমান সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, রহুল কুদ্দুস কাজলসহ কয়েকশ আইনজীবী অংশ নেন।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।