আইনজীবী আলিফ হত্যা

চট্টগ্রামে চিন্ময় সমর্থক আরও চারজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪
আসামি চন্দন দাস ও রিপন দাস (ইনসেটে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার চিন্ময়ের আরও চার অনুসারীকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড পাওয়া আসামিরা হলেন- রিপন দাস, বিশাল দাস, আমান দাস ও রাজীব ভট্টাচার্য। এদের মধ্যে রিপন দাসের পাঁচদিন এবং বাকিদের চারদিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। চার আসামির রিমান্ড আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভুঁইয়া।

গত ৬ ডিসেম্বর প্রধান আসামি চন্দন দাসকে সাতদিন ও রিপন দাসকে পাঁচদিনের রিমান্ড দেন আদালত। ইতোমধ্যে চন্দন দাস ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত। তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজনভ্যানে তোলার পর হাজারের বেশি অনুসারী প্রিজনভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন।

পরে পুলিশ, সোয়াট, বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওইদিন কর্মস্থল আদালতপাড়া থেকে বাসায় ফেরার পথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন চিন্ময় অনুসারীরা।

এমডিআইএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।