সংবাদে বস্তুনিষ্ঠতা রাখতে বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ভুল তথ্য ছড়িয়ে যেন কোনো বিভ্রান্তি না হয় সেজন্য ভালো করে জেনে-বুঝে আদেশের বিষয়ে নিশ্চিত হয়ে সঠিক সংবাদ করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ভুল সংবাদ প্রকাশের জেরে আদালত অবমাননার কার্যধারা থেকে দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার আলী ইব্রাহিমকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিন ট্রাইব্যুনালে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন আলী ইব্রাহিম। পরে এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
আদালতে সাংবাদিক আলী ইব্রাহিমের পক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেন। শুনানি শেষে ভবিষ্যতে ট্রাইব্যুনাল নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে আদালত অবমাননার কার্যধারা থেকে অব্যাহতি দেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সংবাদের জন্য দৈনিক কালবেলা পত্রিকার প্রতিবেদককে ব্যাখ্যা দিতে তলব করেন আদালত। সে অনুযায়ী আজ প্রতিবেদক আলী ইব্রাহিম ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
এসময় আলী ইব্রাহিমের পক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, সম্পদের তথ্য তদন্ত সংস্থা চেয়েছে, ভুলে সেখানে ট্রাইব্যুনাল লেখা হয়েছিল, যেটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল না, আর পরদিন সঠিকভাবে সংশোধনী ছাপানো হয়। এরপর ট্রাইব্যুনাল ক্ষমা মঞ্জুর করে আদেশ দেন।
এসময় ট্রাইব্যুনাল বলেন, সাংবাদিকরা তাদের সংবাদের মাধ্যমে আমাদের রায় আদেশ জনগণের কাছে পৌঁছে দেন। এটা (সাংবাদিকতা) একটা (নোবেল) মহান পেশা। তবে ভুল তথ্য ছড়িয়ে যেন কোনো বিভ্রান্তি না হয় সেজন্য ট্রাইব্যুনালের রায় ও আদেশ ভালো করে জেনে-বুঝে নিশ্চিত হয়ে সবাই সঠিক সংবাদ করবেন। কারণ দেশে বিদেশে এটি ছড়িয়ে পড়ে।
‘সুবিধাভোগী ৭৫ ভিআইপির সম্পদ বিবরণী তলব’ শিরোনামে গত ১৬ জানুয়ারি একটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। যেখানে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গত সরকারের সুবিধাভোগী উচ্চ পর্যায়ের ৭৫ ভিআইপির সম্পদ বিবরণী তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সংবাদের জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
ওইদিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দৈনিক কালবেলা পত্রিকায় আজকে প্রথম পাতায় ৭৫ জনের সম্পদ বিবরণী ট্রাইব্যুনাল থেকে চাওয়া হয়েছে মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সে বিষয়ে ট্রাইব্যুনালের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ট্রাইব্যুনাল বলেছেন, আমরা তো এ ধরনের কোনো আদেশ দিইনি। উনি কীভাবে এ রিপোর্টটা করলেন?
শুনানিতে সাংবাদিক আলী ইব্রাহিমের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, প্রকৃতপক্ষে ট্রাইব্যুনাল নয়, বরং ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই ৭৫ জনের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডসহ কয়েকটি সরকারি সংস্থাকে চিঠি দিয়েছে, যা ভুলবশত ট্রাইব্যুনালের আদেশ বলে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে। এই সংবাদের মাধ্যমে তার ট্রাইব্যুনালের সম্মানহানি বা কার্যধারাকে প্রশ্নবিদ্ধ করার কোনো উদ্দেশ্য তার ছিল না। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চান।
এরপর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেন। তিনি ট্রাইব্যুনালকে বলেন, আপনারা সামগ্রিকভাবে একটি আদেশ দেবেন বলে আশা করছি।
পরে ট্রাইব্যুনাল বলেন, অনেক গণমাধ্যমে অনেক সময় সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যে গরমিল হয়ে যায়। আমরা আশা করছি আপনারা ট্রাইব্যুনাল নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন। পরে ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার কার্যধারা থেকে অব্যাহতির আদেশ দেন। পরে এসব বিষয় বাইরে এসে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর।
এফএইচ/ইএ/এমএস