জোছনাটা আমার থাকুক

আজ এই পঊষের কনকনে চাঁদরাতে,
ব্যক্তিগত সুখ-দুঃখের নিক্তি নিয়ে বসিনি।
আমার সুখগুলো বড়ো সনাতনি রাগের মতো,
দুঃখগুলো বড়ো বিশ্বাসঘাতক।
আজ এতদিন পর সেই সনাতনি রাগের মুর্ছনায়,
বিশ্বাসঘাতক দুঃখগুলোকে বেঁধে রেখে এসেছি।
আজ চিরকুটে লিখেছি নির্বিঘ্ন স্বপ্নের গল্প,
পেরেকে গেঁথেছি দুঃখের স্বপ্নগুলো সন্তর্পণে।
আজ এই পঊষের কনকনে চাঁদরাতে
একান্ত ব্যক্তিগত জোছনাকে আঁকড়ে ধরে বসে আছি।
জোছনাটা আমার থাকুক চিরকাল,
এইসব কনকনে পঊষের চাঁদরাতে।
এসইউ/জেআইএম