Jago News logo
Banglalink
ঢাকা, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭ | ১৬ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ

ঢাকা লিট ফেস্ট শুরু বৃহস্পতিবার


সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৪ নভেম্বর ২০১৬, সোমবার | আপডেট: ১১:০৫ এএম, ১৪ নভেম্বর ২০১৬, সোমবার
ঢাকা লিট ফেস্ট শুরু বৃহস্পতিবার
BiskClub

ষষ্ঠবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে হচ্ছে সাহিত্য উৎসব। বৃহস্পতিবার থেকে বাংলা একাডেমি চত্বরে শুরু হবে তিন দিনের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল বা ‘ঢাকা লিট ফেস্ট’। এ সম্মেলনে ১৮টি দেশের ৬৬ জন বিদেশি এবং দেড় শতাধিক বাংলাদেশি সাহিত্যিক-লেখক-গবেষক অংশ নেবেন। উৎসব প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলবে।

এবারের সম্মেলনের উদ্বোধন করবেন ত্রিনিদাদের নোবেল বিজয়ী সাহিত্যিক ভিএস নাইপল। এ সময় তার সঙ্গে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সম্প্রতি প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে বিশেষ সম্মান জানানো হবে এ উৎসবে। তার ‘নীল দংশন’ উপন্যাসের অংশবিশেষ ইংরেজিতে মঞ্চায়িত হবে। থাকছে তার জীবন নিয়ে বিশেষ আলোচনা। এ উৎসবে অধ্যাপক ফখরুল আলম অনূদিত মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’র প্রকাশনা অনুষ্ঠান হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সাহিত্য ও ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এই আয়োজন। বিশেষ করে পালা, জারিগান ও বেহুলা-লখিন্দরের জারি তুলে ধরা হবে। এছাড়াও এ উৎসবে তরুণদের জন্য দুটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে শুরু হয়ে ২০১৪ সাল পর্যন্ত এটি ‘হে ফেস্টিভ্যাল’ নামে অনুষ্ঠিত হয়েছে।

এআরএস/পিআর

আপনার মন্তব্য লিখুন...