সমকালীন দুটি ছড়া

আলাউদ্দিন হোসেন
সরষে ও মৌমাছি
প্রকৃতিজুড়ে হলদে ফুল
মৌমাছিদের মেলা,
নাচে গানে মুখরিত
কাটে সারাবেলা।
হলুদ রঙের ছোঁয়া লাগা
পল্লি সকল মাঠ,
মনের সুখে ওড়াউড়ি
মৌমাছিদের হাট।
হলদে ফুলে মাখামাখি
মৌমাছিরা হাসে,
ফুলের ঘ্রাণে মধু টানে
আকাশ পানে ভাসে।
****
সরষে ফুলে
সরষে ফুলে রং লেগেছে
হলদেমাখা হাসি,
মধুর ঘ্রাণে মৌমাছিদের
বড্ড নাচানাচি।
প্রজাপতির মিতালিতে
মৌমাছিদের মেলা
চোখজুড়ানো মাঠ-প্রান্তর
হলদে সারাবেলা।
রাশি রাশি হলদে ফুলে
রং লেগেছে বেশ,
দিবা-নিশি হলদে হাসি
হলুদ বাংলাদেশ।
লেখক: শিক্ষার্থী, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।
এসইউ/জিকেএস