বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় পান্না কায়সারকে খেলাঘরের শুভেচ্ছা

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ায় জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় পান্না কায়সারকে শুভেচ্ছা জানাতে খেলাঘরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা হাজির হন।
প্রথমে খেলাঘরের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান তারা। এসময় শহীদ শহিদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা আমার স্বপ্ন। সে লক্ষ্যে আরও বেশি বেশি কাজ করে যাবো। আগামী প্রজন্মকে যদি অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলা যায় তাহলে ২০৪১ সালে বাংলাদেশ হবে ঠিক অন্যরকম।
মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এ লক্ষ্যে খেলাঘরের মাধ্যমে সারাদেশে আরও বেশি কাজ করতে চাই। সেই সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক নতুন নতুন বই ও গবেষণারও ইচ্ছা রয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, প্রেসিডিয়াম সদস্য মামুন মোর্শেদ, রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সাংবাদিক অশোকেশ রায়, সাংবাদিক রাজন ভট্টাচার্য, আশরাফিয়া আলী আহমেদ নান্তু, হাফিজুর রহমান মিন্টু, আব্দুল মান্নান, কোহিনুর আক্তার শিল্পী, নাদিয়া রহমান মেঘলা প্রমুখ।
গত রোববার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা হয়। এ বছর পান্না কায়সারসহ ১৫ গুণীজনকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে। অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন।
এমইউ/ইএ/এএসএম