প্রকাশ হয়েছে ‘মেলায় এক অবিস্মরণীয় রাত’

রহস্যে ঘেরা মোহাম্মদ আবির হাসানের ‘মেলায় এক অবিস্মরণীয় রাত’ উপন্যাসটি। গত ৭ মে বইটি প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে ইন্ডিয়ান্স রাইটিং পাবলিশার্স।
বইটির প্রচ্ছদ করেছেন আব্দুল কাইয়ুম রিদয়। বিনা মূল্যে বইটি পাওয়া যাবে ভারতের বুক পোর্টাল পকেট নভেল রিডার অ্যাপে ।
উপন্যাসের মূল চরিত্র রেহনুমা। বাড়ি থেকে পালিয়ে আসা মেয়েটি জানে না তার ঠিকানা এখন কোথায়। ঘটনার কালক্রমে দেখা হয় বেকার যুবক আবিরের সাথে।
সাদমান নামের রেহনুমার প্রিয় মানুষকে খুঁজতে গিয়ে গল্পের সূত্রপাত। আদৌ কি সাদমানকে খুঁজে পাবে রেহনুমা? সাদমানকে কেন্দ্র করে আবির আর রেহনুমার এ রহস্যের জাল ভেদ করে আলোর পরশ দেখাবে কে?
বইটি সম্পর্কে লেখক মোহাম্মদ আবির হাসান বলেন, ‘এটি আমার প্রথম উপন্যাস। আশা করি পাঠকদের ভালো লাগবে।’
এসইউ/জিকেএস