EN
  1. Home/
  2. ক্যাম্পাস

করোনায় আক্রান্ত ঢাকা কলেজ শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩২ পিএম, ০৪ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। তিনি রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বাসায় সাবলেট থাকেন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জাগো নিউজকে নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী।

আক্রান্ত ঐ শিক্ষার্থী জানান, শরীরে জ্বর নিয়ে গতকাল রোববার (৩ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)-তে স্যাম্পল দিয়ে আসেন। বিএসএমএমইউ থেকে রাত নয়টার দিকে ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে জানানো হয় তার করোনা পজিটিভ এসেছে।

বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরের বর্তমান অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী।

এসএইচএস/এমকেএইচ