EN
  1. Home/
  2. ক্যাম্পাস

হাবিপ্রবির ডেভেলপমেন্ট স্টাডিজের নতুন চেয়ারম্যান জুয়েল আহমেদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৫ নভেম্বর ২০২১

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সহকারী অধ্যাপক মো. জুয়েল হাসান সরকার। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাকে ওই পদে নিযুক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এবং উপাচার্য ড. এম কামরুজ্জামান অনুমোদিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে বিভাগীয় চেয়ারম্যান পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফাহিমা খানমের স্থলে পরবর্তী তিন বছরের জন্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকারকে বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো।

ইউএইচ/জেআইএম