ঢাবিতে ক্লাস শুরু হতে পারে ২২ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ২২ সেপ্টেম্বর থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হতে পারে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে আগামী একাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
- আরও পড়ুন
নয় মাস আগের থাপ্পড়ের প্রতিশোধ নিতে সিনিয়রকে মারধর
উপাচার্য নিয়োগে দুই দিনের আলটিমেটাম চবি শিক্ষার্থীদের
সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, ইনিস্টিউটের পরিচালক এবং হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এটি চূড়ান্ত নয়। একাডেমিক কমিটিতে আলোচনার পর সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এমএইচএ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শহীদ আবরার জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী: রাবি শিবির সভাপতি
- ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
- ৩ আবরার ফাহাদ স্মরণে ঢাবি ছাত্রদলের মৌন মিছিল
- ৪ শিক্ষার্থীদের ‘মালি’ বলে সম্বোধন করেন শিক্ষক, অপসারণ দাবি
- ৫ সিভাসুতে উপাচার্য নিয়োগ আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা