ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৬ আগস্ট ২০১৭

খুলনার ফুলতলা উপজেলায় এক মৎস্য ঘের ব্যবসায়ী হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

দণ্ডিতরা হলেন- ফুলতলার বুড়িয়ার ডাঙ্গা গ্রামের আক্তার জামিল ওরফে বনি, দামোদর ভুঁইয়া পাড়ার জাহিদুল ইসলাম ওরফে বাবু ভুঁইয়া, নড়াইলের গোবরা গোয়ালপাড়ার আলম শেখ, লোহাগড়ার চর কালনা গ্রামের মনিরুল ইসলাম ওরফে পিটপিটে সুমন, নড়াইল সদরের গোবরা এলাকার আল মামুন ওরফে বোমারু মামুন ও আকদিয়ার চরের বিপুল বৈরাগী।

রায় ঘোষণার সময় জাহিদুল ইসলাম ওরফে বাবু ভুঁইয়া আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচজন পলাতক রয়েছেন।

জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান বুধবার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন বিয়ষটি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে আইনজীবী আরিফ মাহমুদ লিটন জানান, ২০১০ সালের ২ ফেব্রুয়ারি রাতে ফুলতলা উপজেলার উত্তর আলকা গ্রামের বাড়িতে আসামিরা বোমা হামলা চালায়। এতে মৎস্য ঘের ব্যবসায়ী আজাদ গাজী নিহত হন।

এ ঘটনায় আজাদের ছোট ভাই আব্দুস সোবহান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ফুলতলা থানায় হত্যা মামলা করেন। আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে বিপুল ও মামুন বলেন- মৎস্য ঘের ব্যবসায়ী আজাদ গাজীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন সুমন ও মনিরুল। চাঁদা না দেয়ায় আজাদকে হত্যা করা হয়।

আলমগীর হান্নান/এএম/আরআইপি