প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নদীতে ডুবে গেল স্কুলছাত্র
ফাইল ছবি
খুলনার ফুলতলায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে হৃদয় শেখ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সিকিরহাট গ্রামের পাশে ভৈরব নদীতে এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত হৃদয় ফুলতলা উপজেলার পয়গ্রামের স’মিল শ্রমিক শেখ জহিরুল ইসলাম জনির ছেলে এবং ফুলতলা রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
গ্রামবাসী জানায়, বিকেলে হৃদয় শেখ বন্ধুদের সঙ্গে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেখার জন্য ইঞ্জিনচালিত একটি ট্রলারে সিকিরহাট গ্রামের পাশে ভৈরব নদীতে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে তাদের ট্রলারের সঙ্গে অপর আরেকটি ট্রলারের ধাক্কা লাগলে হৃদয়সহ তিনজন নদীতে পড়ে যায়। দুইজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও হৃদয় ডুবে যায়। খবর পেয়ে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত পৌনে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) বুলবুল জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ভৈরব নদী থেকে হৃদয় শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাগরে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড
- ২ যশোরে যুবক খুন: সাবেক কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
- ৩ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ৪ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৫ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’