EN
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে মদপানে দুইজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি | শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৯ নভেম্বর ২০১৯

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ী গ্রামে অতিরিক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় আরেকজন শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন। এতে অসুস্থ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আক্তার হোসেন (৬৮) ও মৃত আব্দুল রাজ্জাক আলীর ছেলে লিয়াকত আলী (৫০)। এতে নূরুল ইসলাম নূরু (৪৬) নামে আরেকজন অসুস্থ হয়ে পড়েছেন। তার অবস্থা গুরুতর।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে আক্তার হোসেন, লিয়াকত আলী ও নূরুল ইসলাম নূরু একসঙ্গে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত সাড়ে ৩টার দিকে আক্তার হোসেন মারা যান। এরপর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান লিয়াকত আলী। অতিরিক্ত মদপানে অসুস্থ নূরুর অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান।

শিহাব খান/আরএআর/এমএস