EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি বাঁচাও দাবিতে মিছিল, পুলিশের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৯ নভেম্বর ২০১৯

সিলেটে ‘বিএনপি বাঁচাও’ দাবিতে বের করা মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে শহরের নাইওরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

মিছিলে থাকা বিএনপির নেতারা জানান, যুবদলের দুটি কমিটি ঘোষণা করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকসহ বিএনপির প্রতিষ্ঠাকালীন চার নেতা পদত্যাগের সিদ্ধান্ত নেন। এমন অবস্থায় বিএনপির তৃণমূলে এক ধরনের অস্থিরতা বিরাজ করায় ‘বিএনপি বাঁচাও’ দাবিতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের নাইওরপুল এলাকায় পৌঁছালে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে বাধা ডিঙিয়ে মিছিল এগিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে। এতে অন্তত ৩০ নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে যুবদল সিলেট জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক, ছাত্রদলের এমসি কলেজ শাখার সাবেক আহ্বায়ক বদরুল আজাদসহ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

মহানগর বিএনপির সাবেক তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মতিউল বারী চৌধুরী বলেন, পুলিশ মিছিল করতে বাধা দিলে নেতাকর্মীরা ঘরোয়া সভা করার প্রস্তুতি নিচ্ছিলেন। সভাস্থলে যাওয়ার সময় তাদের ব্যানার কেড়ে নেয় পুলিশ। পুলিশি বাধা ডিঙিয়ে কয়েকটি খণ্ড খণ্ড মিছিল বের হলে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে। আমরা তো বিএনপিকে বাঁচানোর দাবিতে মিছিল করছিলাম। পুলিশ আসলে বিএনপিকে বাঁচতেও দিতে চায় না।

সিলেট কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বলেন, পুলিশের ওপর হামলার চেষ্টা হওয়ায় লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। ঘরোয়া সভা করার কথা বলে মিছিল করার প্রস্তুতি নেয়ায় পুলিশ বাধা দেয়। বাধা না মেনে পুলিশের ওপর চড়াও হন তারা। মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ।

এএম/পিআর