বৃদ্ধাকে ফেলে গেল সন্তানেরা, দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান
সাভারে রাতের আঁধারে আবারও করোনা রোগী সন্দেহে এক বৃদ্ধাকে রাস্তায় ফেলে রেখে গেছে তার মেয়েরা। খবর পেয়ে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌছে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং তার চিকিৎসাসহ যাবতীয় দায়-দায়িত্ব গ্রহণ করেন।
মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লা থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, করোনা সন্দেহে পরিবারের সদ্যরা তাকে ফেলে রেখে গেছে। তার ছেলে নাই, মেয়েরা হাতে কিছু খাবার দিয়ে মাথার চুল ছেটে এখানে ফেলে রেখে গেছে।

এই মুহূর্তে সে বাড়ির ঠিকানাও বলতে পারছে না। তাই আপাতত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হবে। বুধবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। তার শরীরে করোনা রয়েছে কিনা সেই রেজাল্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যতদিন সে সুস্থ না হবে এবং বাড়ির ঠিকানা না বলতে পারবে ততদিন এই মায়ের দায়িত্ব আমি নিলাম।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মঙ্গলবার রাতের আঁধারে ওই বৃদ্ধাকে মানিকগঞ্জ থেকে নিয়ে এসে তার দুই মেয়ে চুল কেটে ফেলে রেখে যায় সাভারের তালবাগ এলাকায়। বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে সাভার উপজেলা প্রশাসন ওই বৃদ্ধার চিকিৎসাসহ সকল দায়িত্ব গ্রহণ করে তাকে অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ভর্তি করে দেন। এর দুইদিন পূর্বে এক বৃদ্ধ মহিলাকে করোনা রোগী ভেবে তার ছেলেরা ফেলে যায় সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায়। খবর পেয়ে সাভার উপজেলা প্রশাসন ওই মহিলাকে মায়ের মর্যাদা দিয়ে হাসপাতালে ভর্তি করে সকল দায়িত্ব গ্রহণ করেছেন।
আল-মামুন/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে যুবক খুন: সাবেক কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
- ২ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ৩ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৪ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৫ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা