আশুলিয়া থানা আ.লীগের আহ্বায়ক কমিটি গঠন

সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে কমিটির অনুমোদন দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের একটি প্যাডে স্বাক্ষরিত কমিটির তালিকা পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন নতুন কমিটির আহ্বায়ক ফারুক হাসান তুহিন।
তিনি বলেন, আমরা দ্বায়িত্ব পেয়েছি, চেষ্টা করবো দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। দলকে এগিয়ে নিয়ে যেতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কেন্দ্রের নির্দেশনা রয়েছে।
আল-মামুন/আরএআর/জেআইএম