খুলনায় সাবেক চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা
ফাইল ছবি
খুলনার ফুলতলা উপজেলার তাজপুরে গ্রামে চরমপন্থী দলের সাবেক নেতা মোল্লা হেমায়েত হোসেন লিপুকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাজপুর গ্রামের গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গরুর হাট এলাকায় দাঁড়িয়ে ৪-৫ জনের সঙ্গে আড্ডা দিচ্ছিছিলেন লিপু। এ সময় দুটি মোটরসাইকেলে করে ৪-৫ জন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।
প্রসঙ্গত, নিহত লিপু একসময় চরমপন্থী দলের সদস্য ছিলেন। কিছুদিন আগে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি আত্মসমর্পণ করেছিলেন।
আলমগীর হান্নান/এসএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাগরে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড
- ২ যশোরে যুবক খুন: সাবেক কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
- ৩ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ৪ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৫ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’