ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু
ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন-জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেব আলি (৮০), আনোয়ারা (৪০), জিসান (১৬), নান্দাইলের শাহনাজ (৪০), ভালুকার হাসমত আলি (৭৫), ফুলবাড়িয়ার আবুল হোসেন (৭০) ও জামালপুর সদরের নাসিমা (২২)।
মহিউদ্দিন জানান, আইসিইউতে আটজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৩৭ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছের ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৮৭টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
মঞ্জুরুল ইসলাম/ এফআরএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৪৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বাকি, হাসপাতালের সংযোগ বিচ্ছিন্নের নোটিশ
- ২ বিএনপির সভায় গিয়ে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলেন শিক্ষক
- ৩ রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ৪ ইসলামি দল ক্ষমতায় এলে নারীরা অধিকার হারাবে- এমন প্রচার ভিত্তিহীন
- ৫ সবজির দাম কমতে শুরু করেছে খুলনার বাজারে