বিলে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
বজ্রপাতে মারা যাওয়া দুই ভাই/ছবি: সংগৃহীত
খুলনার ডুমুরিয়ায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শরাফপুর ইউনিয়নের দক্ষিণ সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নাজমুল হোসেন মোড়ল (৩২) ও তার ছোট ভাই এনামুল ইসলাম মোড়ল (২৪)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সেনপাড়া বিলে মাছ ধরতে যান নাজমুল ও এনামুল। বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা ডুমুরিয়া উপজেলার ৮নং শরাফপুর ইউনিয়নের দক্ষিণ সেনপাড় গ্রামেন মৃত হাচেন মোড়লের ছেলে।
আলমগীর হান্নান/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ২ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৩ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৪ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা
- ৫ ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল