EN
  1. Home/
  2. অর্থনীতি

মিউচ্যুয়াল ফান্ডের দাপটে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৬ নভেম্বর ২০২০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ড। মিউচ্যুয়াল ফান্ডের ওপর ভর করে ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।

প্রায় সবকটি মিউচ্যুয়াল ফান্ডের দাম বৃদ্ধির মাধ্যমে বৃহস্পতিবারের লেনদেন শুরু হয়। দিনের লেনদেনের শেষ পর্যন্ত মিউচ্যুয়াল ফান্ডগুলোর দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকে। ফলে দিনের লেনদেন শেষে তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১টির।

অথচ গতকাল বুধবার লেনদেনের শুরু থেকেই পতনের তালিকায় নাম লেখাতে থাকে একের পর এক মিউচ্যুয়াল ফান্ড। ফলে দিনের লেনদেন শেষে ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৬টিই দরপতনের তালিকায় নাম লেখায়। আর একটির দাম অপরিবর্তিত থাকে।

একদিনের ব্যবধানে মিউচ্যুয়াল ফান্ডের এমন ইউটার্ন নেয়ার কারণে অন্য খাতগুলোর বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পরও ঊর্ধ্বমুখী থেকে গেছে শেয়ারবাজার।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনভর ডিএসই লেনদেনে অংশ নেয়া ১২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১৯টির এবং ৯৬টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬০৬ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫১ কোটি ৫৯ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ারের। কোম্পানিটির ৫৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৫০ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৩ কোটি ২৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স।

এছাড়া, লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং নর্দান ইসলামী ইন্সুরেন্স।

দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৪০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এমএএস/এসএস/জেআইএম