ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঢালাও দরপতন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:২২ এএম, ০৪ আগস্ট ২০২৪

উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রোববার (৪ আগস্ট) নির্ধারিত সময়ে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। তবে শুরুতেই ঢালাও দরপতন দেখা যাচ্ছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ক্রেতা সংকট দেখা দেওয়ায় মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে লেনদেন খরা।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ১০০ পয়েন্টের ওপরে পড়ে গেছে। লেনদেনে অংশ নেওয়া ৯৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। লেনদেন হয়েছে ৫০ কোটি টাকার মতো।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে মূল্যসূচকের বড় পতন হয়েছে বাজারটিতেও। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আন্দোলনকারীরা শুক্রবার সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করেছে। সেই সঙ্গে অসহযোগ আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে। সার্বিকভাবে মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

এ পরিস্থিতিতে রোববার নির্ধারিত সময় সকাল ১০টায় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। তবে লেনদেনের শুরুতেই দাম কমার তালিকায় নাম লেখায় লেনদেনে অংশ নেওয়া প্রায় সবকটি প্রতিষ্ঠান। এতে শুরুতেই সূচকের বড় পতন হয়। সেই ক্রেতা সংকট দেখা দেয় সিংহভাগ প্রতিষ্ঠানের।

লেনদেনে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দরপতনের মাত্রা। সেই সঙ্গে প্রবল হয়ে উঠে ক্রেতা সংকট। এরই মধ্যে প্রায় ৩০০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে। বিপরীতে দিনের সর্বনিম্ন দামে এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের বিক্রয় আদেশ আসছে। কিন্তু ক্রেতা না থাকায় বেশিরভাগ বিনিয়োগকারী তাদের কাছে থাকা শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ২ মিনিটে ডিএসইতে মাত্র ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫৫টির। আর ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

ফলে ডিএসইর প্রধান সূচক কমেছে ১১৩পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২৪ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮০ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৫৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৮৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির।

এমএএস/এমআইএইচএস/জেআইএম