EN
  1. Home/
  2. বিনোদন

রিমেক হচ্ছে অমিতাভ-স্মিতা জুটির সুপারহিট সিনেমা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২২ অক্টোবর ২০২০

অমিতাভ বচ্চন, পারভীন ববি, স্মিতা পাতিল ও শশী কাপুর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘নামক হালাল’। এ ছবি মুক্তি পায় ১৯৮২ সালে। মুক্তির পর থেকেই সিনেমাটি শুধু দর্শকের ভালোবাসা নয়, ভারতীয় সিনেমা বিশ্লেষকদেরও মন কেড়ে নিয়েছিল।

সেই সিনেমাটি আবারো নতুন করে প্রস্তুত করত চান ‘কবির সিং’খ্যাত পরিচালক মুরাদ খেতানি।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারকালে মুরাদ জানান, ‘আমি মাল্টি স্টার কাস্টের বিখ্যাত সিনেমা ‘নামক হালাল’-এর রিমেক করার সত্তাধিকার কিনেছি। এটি এমন একটি চলচ্চিত্র যা প্রজন্ম ধরে এবং সমস্ত বয়সের লোকেদের কাছে পছন্দের।

এই মুহূর্তে স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। আমরা এখন পর্যন্ত চলচ্চিত্রের জন্য কোনো অভিনেতার কাছে যাইনি। স্ক্রিপ্টটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা কাস্টিংয়ের কাজ করব। তবে আমরা এই উদ্যগ নিতে পেরে দারুণ খুশি।’

প্রসঙ্গত, ৩৮ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘নামক হালাল’ সিনেমাটির মূল প্লট ছিল যুবক অর্জুনকে ঘিরে। যে চরিত্রে দারুণ অভিনয় করেছেন বিগ বি। তিনি রাজা (শশী কাপুর)-এর মালিকানাধীন একটি হোটেলে কাজ করেন এবং বিশ্বস্ততার সাথে তার সেবা করেন।

যখন তার মালিক খুনের শিকার হয় তখন তিনি পণ করেন যে কোনো মূল্যে সেই হত্যাকারীদের খুঁজে বের করবেন। সে অনুসন্ধানেই চলতে থাকে গল্প।

এলএ/এমকেএইচ

আরও পড়ুন