EN
  1. Home/
  2. স্বাস্থ্য

৮৪ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৫ নভেম্বর ২০২০

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৮৪ জন চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পার্সোনাল-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব পারভিন সুলতানা স্বাক্ষরিত এক আদেশে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে অর্থপ্লাসটি বিষয়ে একজন, ইপিডেমিওলজিতে একজন, এন্ড্রোক্রাইনোলজিতে ৬ জন, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইকিয়াট্রিতে একজন, কলোরেক্টাল সার্জারিতে দুজন, ডেন্টাল রেডিওলজিতে একজন, নিউরো ট্রমা সার্জারিতে একজন, নিউরোপ্যাথলজিতে একজন, পেডিয়াট্রিক অফথালমোলজিতে একজন, পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারিতে তিনজন, পেডিয়াট্রিক নিউরো সার্জারিতে একজন, পেডিয়াট্রিক নেফ্রলজিতে একজন, পেডিয়াট্রিক হেমাটলজি অনকোলজিতে দুজন ও প্লাস্টিক সার্জারি ১৬ জন।

এদিকে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে ১৩ জন, ভাইরোলজিতে চারজন, ভাসকুলার সার্জারিতে দুজন, ভিটরিও রেটিনাতে একজন, কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইভালুয়েশনে একজন, রেডিওথেরাপিতে ৭ জন, রেডিয়েশন অনকোলজিতে দুজন, সার্জিক্যাল অনকোলজিতে তিনজন, স্পাইন সার্জারিতে দুজন, স্পোর্টস মেডিসিনে তিনজন, হেপাটোবিলিয়ারি সার্জারিতে একজন, হেমাটোলজিতে পাঁচজন এবং হ্যান্ডেল মাইক্রো সার্জারিতে একজন পদোন্নতি পান।

এমইউ/এমএসএইচ/পিআর