EN
  1. Home/
  2. স্বাস্থ্য

আরও ২ বছর নিটোরের পরিচালক গণি মোল্লাহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৩ মে ২০২১

চুক্তিতে আরও ২ বছরের জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক থাকছেন ডা. মো. আব্দুল গণি মোল্লাহ।

তার চুক্তির মেয়াদ বাড়িয়ে বুধবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। আব্দুল গণির আগের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ জুন।

আগের শর্তে আগামী ১৬ জুন বা যোগদানের তারিখ থেকে নতুন চুক্তির মেয়াদ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/জেএইচ/জিকেএস