ডাক্তার-নার্সদের বিনামূল্যে সেবা দেবে নিউ ইয়র্কের ৫ তারকা হোটেল
নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো জানিয়েছেন, শহরটিতে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে থাকার সুবিধা দেবে ফোর সিজনস হোটেল। বুধবার এক টুইটে তিনি এ তথ্য জানান।
এমন অনন্য পদক্ষেপের জন্য ফোর সিজনস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কুয়োমো। পাশাপাশি, অন্যান্য বড় বড় হোটেলগুলোও এ ধরনের সুবিধা দিতে রাজি হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের উৎস এবং সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা নিউ ইয়র্ক। দেশজুড়ে ৬৪ হাজার রোগীর মধ্যে শুধু এই একটি রাজ্যেই রয়েছেন ৩০ হাজারেরও বেশি।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৩০ জন মারা গেছেন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১০ জন।
সূত্র: আল জাজিরা
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলি দখলদারত্ব বন্ধ হলে অস্ত্র জমা দিতে প্রস্তুত হামাস
- ২ সেনাবাহিনীতে ৫৬০০ নতুন সদস্য যুক্ত করলো ভেনেজুয়েলা
- ৩ শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি, নতুন করে ভূমিধসের শঙ্কা
- ৪ ট্রাম্পের সঙ্গে কথা চালিয়ে যান: মাদুরোকে এরদোয়ান
- ৫ কলকাতার সায়েন্স সিটিতে শুরু হলো ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার