ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাবুলে আক্রান্তদের এক-তৃতীয়াংশের বেশি স্বাস্থ্যকর্মী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৩৬ এএম, ০৮ মে ২০২০

সংঘাত কবলিত আফগানিস্তানের রাজধানী কাবুলে মহামারি করোনায় আক্রান্ত হিসেবে যারা শনাক্ত হয়েছেন তাদের এক-তৃতীয়াংশের বেশিই স্বাস্থ্যকর্মী। আক্রান্তদের মধ্যে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা বিভাগের দুইজন শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

রয়টার্স বলছে, যুদ্ধবিধ্বস্ত এই দেশটি এমনিতেই রয়েছে মারাত্মক এক সংকটে। এরমধ্যে করোনার মতো একটি মহামারি দেশটিতে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সরকারও মহামারি পরিস্থিতি সামাল দিততে হিমশিম খাচ্ছে। প্রতিদিনই আফগানিস্তানে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার পেছনে তাদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের ব্যাপক ঘাটতিকে প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে। এছাড়া আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়াও হচ্ছে না। ফলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এসব মানুষ আক্রান্ত হচ্ছেন বেশি।

তবে ধারণা করা হচ্ছে, শুধু রাজধানী কাবুল নয় দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের এভাবে উল্লেখযোগ্য সংখ্যায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। কিন্তু রাজধানী শহর হওয়ার কারণে কাবুলের স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষা করানোর সুযোগ কিছুটা পাচ্ছেন। যদি দেশজুড়ে এটা বাড়ানো হয় তাহলে স্বাস্থ্যকর্মী আক্রান্তের প্রকৃত সংখ্যাটা আরও বেশি হবে।

কাবুলে এখন পর্যন্ত ৯২৫ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩৪৬ জনই স্বাস্থ্যকর্মী। মহামারি করোনা প্রতিরোধে আফগান সরকার যে টাস্ক ফোর্স গঠন করেছে আক্রান্তদের মধ্যে সেই টাস্কফোর্স বোর্ডের শীর্ষস্থানীয় দুজন সদস্যও রয়েছেন।

এদিকে গোটা আফগানিস্তানে মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত ৩ হাজার ৫৬৩ জনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্ত সাড়ে ৩ হাজার মানুষের মধ্যে ১০৬ জন মারা গেছেন। এই হিসাব দেশটির সরকারি কর্তৃপক্ষের দেওয়া। তবে প্রকৃত সংখ্যাটা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

এসএ