কলকাতায় ছাদ থেকে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
কলকাতা সংবাদদাতা
কলকাতার গরফার ১৪ নম্বর কালিতলা পার্ক লেনের একটি বাড়ির ছাদ থেকে রুমা ঘোষ নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ পাওনা টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, রুমা ঘোষ বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। সোমবার কালিতলা পার্ক লেনের ফ্ল্যাট মালিক এইচ কে মালাকারের কাছে কাজের জন্য যান তিনি। লকডাউনের আগে সেখানেই কাজ করতেন।
পুলিশ জানায়, ওই বাড়ির অন্যান্য বাসিন্দারা ছাদে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের পরিবারের দাবি, লকডাউনের আগে ফ্ল্যাট মালিক এইচ কে মালাকারের বাসায় কাজ করতেন রুম। সেসময় ফ্ল্যাট মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদের ওপর নিয়েছিলেন। সেই টাকা সুদ-আসলে প্রায় লাখ টাকা হয়েছে। আর টাকা ফেরত দেওয়ার জন্য রুমার ওপর চাপ বাড়ছিল। টাকার জন্যই সোমবার ফ্ল্যাটে ডেকে নিয়ে রুমাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে গড়ফা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে রুমার পরিবার।
এমএএইচ/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ভারতকে ফের কঠোর হুঁশিয়ারি পাকিস্তানি সেনাপ্রধানের
- ২ আফগান সীমান্তের কাছে ভয়াবহ হামলা, ৬ পাকিস্তানি সেনা নিহত
- ৩ জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত ৩০, শীতে বিদ্যুৎহীন হাজারও মানুষ
- ৪ নেহরুকে নিশানা করে কেন ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক তুললেন মোদী?
- ৫ ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, টার্গেট কৃষিপণ্য