উজ্জ্বলের চার গোলে কোয়ার্টারে জাগো নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।
সোমবার (১৯ অক্টোবর) শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দৈনিক নয়া দিগন্তকে ৬-০ গোলে হারিয়ে শীর্ষ ৮-এ স্থান করে নিয়েছে জাগো নিউজ।
খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জাগো নিউজ। একতরফা খেলায় একবারের জন্যও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নয়া দিগন্ত।
পুরো খেলায় দূরন্ত খেলে নয়া দিগন্তের জালে একাই চার গোল দিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন জাগো নিউজের চিফ রিপোর্টার মনিরুজ্জামান উজ্জ্বল।
দলের পক্ষে আরও দুটি গোল করেন জাগো নিউজের অন্যতম স্ট্রাইকার সাঈদ শিপন। এছাড়া মাঠে ছিলেন শফিকুল ইসলাম, মাসুদ রানা, জসীম উদ্দীন, ফজলুল হক মৃধা, মেসবাহুল হক, জাহাঙ্গীর আলম ও অতিথি খেলোয়াড় শফিক কলিম।
টিম ম্যানেজার ছিলেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম।
এসআই/এসআর/জেআইএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ ডিআরইউ সদস্যরা প্রথম ধাপেই ভ্যাকসিন পাবেন : স্বাস্থ্যমন্ত্রী
- ২ পলাতক আসামির বক্তব্য প্রচার নিয়ে হাইকোর্টের আদেশে বিজেসির উদ্বেগ
- ৩ মানিকের খুনিরা অধরা : স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে
- ৪ হিলালীর মৃত্যু : ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন ২৪ জানুয়ারি
- ৫ প্রেস ক্লাবে হিলালী ওয়াদুদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত