EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আটক

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:০৪ এএম, ২৩ নভেম্বর ২০১৯

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রাম আঞ্চলিক প্রধানসহ সংগঠনটির কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নগরের বিভিন্নস্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পাঁচটি টিম নগরজুড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধানসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।’

তিনি জানান, এ বিষয় বিস্তারিত জানাতে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের দামপাড়ায় পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজনের করা রয়েছে।

আবু আজাদ/জেএইচ