EN
  1. Home/
  2. জাতীয়

চাঁদপুর ও কালাই পৌরসভায় ইভিএমে মক ভোট বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৭ অক্টোবর ২০২০

চাঁদপুর পৌরসভার নির্বাচন ও জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মক ভোটিং (অনুশীলন ভোট) করা হবে।

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই দুই পৌরসভার নির্বাচনের জন্য নির্ধারিত প্রতিটি ভোটকেন্দ্রে এ মক ভোটিং হবে। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) জারি করা ইভিএমে ভোটগ্রহণ বিষয়ক বিশেষ পরিপত্র থেকে এসব তথ্য জানা যায়।

পরিপত্র থেকে আরও জানা যায়, আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভা নির্বাচন ও জয়পুরহাটের কালাই পৌরসভা উপনির্বাচনে সব ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের জন্য ইসি সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ, প্রশিক্ষণ ও প্রদর্শনের (ভোটিং এডুকেশন) জন্য প্রয়োজনীয়সংখ্যক ইভিএম কাস্টমাইজেশনসহ নির্বাচন উপযোগী করে যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া ইসি সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা সরেজমিন উপস্থিত থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে।

পিডি/এমএসএইচ/এমএস