EN
  1. Home/
  2. জাতীয়

না ফেরার দেশে উজ্জ্বল পাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৫ নভেম্বর ২০২০

না ফেরার দেশে চলে গেলেন উজ্জ্বল পাল। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩২ বছর।

তিনি পিত্তথলির ইনফেকশনের জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামের বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য, উজ্জ্বল পাল প্রাণ-আরএফএল গ্রুপ এর সাবেক মিডিয়া ম্যানেজার। তিনি যমুনা গ্রুপ ও প্রিয়ন্তিতেও কাজ করেছেন।

এওয়াই/এসএইচএস/এমকেএইচ