করোনায় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম-পরিচালক ও প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. লুৎফর কাদের লেলিন। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. সামন্তলাল জানান, ডা. লুৎফর কাদের লেলিন স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেটরে চিকিৎসা দেয়া হচ্ছিল। করোনা আক্রান্ত হয়ে ২০ দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এসএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ পেশিশক্তি ও ধর্মের অপব্যবহার রোধে দলগুলোর অঙ্গীকার চায় টিআইবি
- ২ উপদেষ্টাদের কেউ পদে থেকে নির্বাচন করতে পারবেন না: ইসি সানাউল্লাহ
- ৩ ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি
- ৪ নির্বাচনের দিন সাধারণ ছুটি, খোলা থাকবে ব্যাংক-পোস্ট অফিস
- ৫ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু