পর্যটন করপোরেশনের আওতায় হোটেল-মোটেল মনিটরিংয়ের পরামর্শ

দেশের হোটেল-মোটেলগুলো পর্যটন করপোরেশনের আওতায় এনে মনিটরিং করার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এছাড়া পর্যটন করপোরেশন ও ট্যুরিজম বোর্ডের বিকাশ ও উন্নয়নে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম রিলেটেড বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
সোমবার (২৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি তানভীর ইমামের সভাপতিত্বে বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।
বৈঠকে নদী ভাঙনরোধে ক্রসড্যাম নির্মাণের পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সমুদ্রের অনেক গভীর থেকে ভাঙনরোধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
এইচএস/এমএএইচ/এমএস