ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সায়েন্সল্যাব মোড়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০২ পিএম, ০৩ আগস্ট ২০২৪

রাজধানী ঢাকার সায়েন্সল্যাব মোড়ে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টার পর থেকে আসতে শুরু করেন শিক্ষার্থীরা।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি রয়েছে আজ।

অন্যদিকে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আন্দোলনকারীরা বলেন, পুলিশ আমাদের শত্রু না। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা অনেকটা সময় আমাদের পাশে অবস্থান করছেন, আমরা সাধ্যমতো তাদের মাঝে পানি ও বিস্কুট পাঠিয়েছি। তারা (পুলিশ) গ্রহণ করেছেন আমরা তাদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে সত্যের পক্ষে অবস্থান নেওয়ারও অনুরোধ জানাই আমরা।

ইএআর/এসএনআর/জেআইএম