চীন গেলেন বিমানবাহিনী প্রধান
সরকারি সফরে চীন গেলেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার (৮ নভেম্বর) চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান কমান্ডার অব দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯ থেকে ১৫ নভেম্বর চীন সফর করবেন।
সফরকালে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন চীনে অনুষ্ঠিতব্য ‘দ্য ফিফথ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ারোস্পেস এক্সিবিশনে’ (ঝুহাই এয়ার শো) ও এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশ নেবেন।
এছাড়াও বিমানবাহিনী প্রধান চাইনিজ পিএলএ এয়ার ফোর্সের বিভিন্ন ইউনিট ও কলেজ এবং চীনা ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপার্ট করপোরেশনের (সিএটিআইসি) হেডকোয়ার্টার পরিদর্শন করবেন।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বিমানবাহিনী প্রধান এই সফর শেষে আগামী ১৬ নভেম্বর দেশে ফিরবেন।
টিটি/বিএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ শুধু ভারত নয়, সারা বিশ্বেই এখন সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে
- ২ ১৩৪ দিন পর কবর থেকে তোলা হলো ছাত্র আন্দোলনে নিহত হাফিজুলের মরদেহ
- ৩ মগবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার
- ৪ পাচারের অর্থ ফেরাতে এফবিআইসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক
- ৫ অন্তর্বর্তী সরকারের অন্যতম অঙ্গীকার পাচার হওয়া টাকা ফেরত আনা