দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো নারীর
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে দ্রুতগামী একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, সকালের দিকে মাতুয়াইল ইউটার্ন এলাকার মহাসড়ক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, স্থানীয়দের কাছে জানা গেছে- ওই নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়েন। পরে তার ওপর দিয়ে আরও কয়েকটা গাড়ি যাওয়ায় শরীর ক্ষতবিক্ষত হয়।
কাজী আল-আমিন/বিএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ শুধু ভারত নয়, সারা বিশ্বেই এখন সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে
- ২ ১৩৪ দিন পর কবর থেকে তোলা হলো ছাত্র আন্দোলনে নিহত হাফিজুলের মরদেহ
- ৩ মগবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার
- ৪ পাচারের অর্থ ফেরাতে এফবিআইসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক
- ৫ অন্তর্বর্তী সরকারের অন্যতম অঙ্গীকার পাচার হওয়া টাকা ফেরত আনা