ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আসিয়ান নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২২ জানুয়ারি ২০২৫

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি বৈঠকে আসিয়ান নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যেই দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি বৈঠকে আসিয়ান নেতাদের সঙ্গে কথা বলবেন ড. ইউনূস। যেখানে মালয়েশিয়া এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রীরাও উপস্থিত থাকবেন।

সেশনটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রধান ওয়েবলিংকে সরাসরি সম্প্রচার করা হবে।

ডব্লিউইএফ সম্মেলনে যোগ দিতে গত সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সযোগে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা জুরিক বিমানবন্দরে পৌঁছান। সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান। আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

এমইউ/এমকেআর/জিকেএস