EN
  1. Home/
  2. রাজনীতি

নারীর অগ্রযাত্রায় শেখ হাসিনার ভূমিকা শীর্ষক সেমিনার বৃহস্পতিবার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:১২ পিএম, ২২ মে ২০১৯

‘বাংলাদেশে নারীর অগ্রযাত্রা ও স্বদেশ গড়ায় বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক এক সেমিনার আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সুলতানা সফি।

ওই সেমিনারে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এফএইচএস/এমবিআর/এমএস

আরও পড়ুন