EN
  1. Home/
  2. রাজনীতি

পেঁয়াজ খাওয়ার বদলে গলার মালা বানাচ্ছে মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৬ নভেম্বর ২০১৯

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.) বলেছেন, পেঁয়াজ খাওয়ার বদলে মানুষ পেঁয়াজ দিয়ে গলার মালা বানাচ্ছে। পেঁয়াজের জন্য দেশের ১৮ কোটি মানুষ আর্তনাদ করছে। সরকার ব্যর্থতার দায় স্বীকার না করে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করছে।

শনিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

অলি আহমদ বলেন, বিগত কয়েক মাস ধরে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে। কখনও ব্যাংকের টাকা লুট হচ্ছে, কখনও শেয়ারবাজারের টাকা লুট হচ্ছে, ঋণখেলাপির সংখ্যা দিন দিন বাড়ছে। ধর্ষণ ও মাদকের আগ্রাসন তো লেগেই আছে। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে রেল এবং সড়ক পথের দুর্ঘটনা। এতে মারা যাচ্ছে শত শত লোক।

তিনি বলেন, বিএনপির আমলে সারের সামান্য সংকটে আওয়ামী লীগ বিএনপি সরকারের পতনের আন্দোলন করেছিল। আজ জনগণের নির্বাচিত সরকার থাকলে দেশে এ ধরনের সমস্যা সৃষ্টি হতো না। এ দেশের মানুষ খুবই ভালো, এতো কষ্ট পাওয়ার পরও নীরবে ঘরে বসে আছে। তবে সব সময় যে এভাবে ঘরে বসে থাকবে এর নিশ্চয়তা নেই। কারণ এ দেশের জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

কর্নেল অলি বলেন, আওয়ামী লীগ সরকারের উচিত পদত্যাগ করে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা। ফলে সুশাসন প্রতিষ্ঠা হবে, জনগণ মুক্তি পাবে। তাদেরও উপকার হবে।

কেএইচ/জেএইচ/জেআইএম