EN
  1. Home/
  2. রাজনীতি

ইশরাকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৪ এএম, ১৪ নভেম্বর ২০২০

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঢাকা-৬ আসনে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ মশাল মিছিল করে তারা।

মিছিলটি রাজধানীর টিকাটুলি মোড় থেকে শুরু হয়ে মতিঝিলে গিয়ে শেষ। এ সময় ছাত্রদল নেতারা মামলাটি মিথ্যা এবং বানোয়াট দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জে এফ নাঈম, সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মামুন, সাইফ আহমেদ হিমু, আশিকুর রহমান ফাহিম, ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির হোসেন, গেন্ডারিয়া থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিয়াম, ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খান, ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএইচ/এসআর