EN
  1. Home/
  2. রাজনীতি

ইশরাকের বাসায় হামলার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৯ এএম, ১৬ ডিসেম্বর ২০২০

বিএনপি নেতা ইশরাক হোসেন ও ঢাকার সাবেক মেয়র মেয়র সাদেক হোসেন খোকার বাসায় কে বা কারা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইশরাক হোসেনের প্রেস সচিব সুজন মাহমুদ জানান, বুধবার (১৬ডিসেম্বর) ভোররাতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপিবাগের বাসভবনে হামলা করেছে দুর্বৃত্তরা। ভোর ৩ টার দিকে গোপিবাগের ২য় লেনের বাসভবনে হামলা করা হয়েছে। এসময় হামলাকারীরা বাসভবনের গ্লাস ভাংচুর ও বাসভনের সামনের পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

তবে কে বা কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি সুজন মাহমুদ।

ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন। তিনি আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

কেএইচ/ইএ/এমকেএইচ