EN
  1. Home/
  2. রাজনীতি

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা কাল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০১ ডিসেম্বর ২০২১

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন (০২ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (০১ ডিসেম্বর) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

এসইউজে/কেএসআর/এএসএম