EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইজীবীরা।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার ও আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে শতাধিক আইনজীবী অংশ নেন।

এছাড়া খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ৭ ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্ববায়ক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন অংশ নেওয়ার কথা রয়েছে।

এফএইচ/এমএইচআর/জিকেএস