যুক্তরাজ্যে আহমদীয়া মুসলিম জামাতের ৫৯তম বার্ষিক জলসা
যুক্তরাজ্যে আহমদীয়া মুসলিম জামাতের ৫৯তম বার্ষিক জলসা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৫ মিনিটে জলসার উদ্বোধন করেন নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হযরত মির্যা মাসরূর আহমদ (আই.)। রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৬টায় সমাপ্তি ভাষণ ও দোয়ার মাধ্যমে জলসার সমাপ্তি ঘটে।
জলসায় বক্তারা আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর পবিত্র আদর্শ, খিলাফতের কল্যাণময় নেতৃত্বে বিশ্বজুড়ে আহমদীয়া মুসলিম জামাতের অগ্রযাত্রা, খিলাফতের ছায়াতলে সহমর্মিতা ও ভ্রাতৃত্বের গুরুত্ব এবং আমাদের দায়িত্ব, পবিত্র কোরআনের সত্যতার সমর্থনে আধুনিক যুগের বৈজ্ঞানিক সাক্ষ্য বিষয়ে বক্তব্য রাখেন।

জলসার দ্বিতীয় দিনের বক্তব্যে আহমদীয়া খলিফা বিগত এক বছরে বিশ্বব্যাপী আহমদীয়া মুসলিম জামাতের কার্যক্রম ও অর্জিত সাফল্যের একঝলক অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। গত এক বছরে বিভিন্ন ধর্মগোষ্ঠী থেকে দুই লাখ ৪৯ হাজার ৪০৮ জন মানুষ নতুন বায়াত করে আহমদীয়া মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হন।
জলসার সমাপ্তি বক্তব্যে আহমদীয়া খলিফা হযরত ইমাম মাহদীর (আ.) আগমনের উদ্দেশ্য ও তার সত্যতার প্রমাণ বিস্তারিতভাবে তুলে ধরেন। এছাড়া তিনি মহানবী (সা.)-এর অতুলনীয় জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া ধর্মবিদ্বেষীদের আপত্তির জবাবে ইসলামের অনুপম সুন্দর শিক্ষা এবং আহমদীয়া জামাতের প্রতিষ্ঠাতার দৃষ্টিতে মহানবী (সা.)-এর অতুলনীয় শান ও মর্যাদার বিষয়টিও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

সময়ের পার্থক্য থাকা সত্ত্বেও মনোযোগসহ এ জলসায় উপভোগ করায় তিনি সমগ্র বিশ্বের আহমদীদের শুকরিয়া আদায় করেন। শেষে তিনি বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন।
জলসা উপলক্ষে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় বিশিষ্ট ব্যক্তি ভিডিও ও লিখিত বার্তা প্রেরণ করেন। জলসায় প্রায় ৪৭ হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এমটিএ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশসহ সারাবিশ্বের লাখ লাখ আহমদীয়া সদস্য জলসা উপভোগ করেন।

জলসায় বাংলাদেশের আহমদীয়া জাতীয় আমিরসহ ৪০ জন সদস্য এবং পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রায় দুই শতাধিক প্রবাসী বাঙালি আহমদী অংশ নেন।
বিএ/এএসএম