EN
  1. Home/
  2. প্রবাস

কাতারে প্রবাসীদের নিয়ে আয়োজিত হচ্ছে ফুটবল টুর্নামেন্ট

আনোয়ার হোসেন মামুন | প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২১ অক্টোবর ২০২০

খেলাধুলার মাধ্যমে প্রবাস জীবনের আনন্দ বেদনা ভাগাভাগি ও শরীর চর্চার জন্য প্রবাসীদের ১২টি দল নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে কাতার বাংলা টাইগার্স ফুটবল ক্লাব।

কর্মব্যস্ততার মাঝে সাপ্তাহিক ছুটির দিনে খেলায় অংশ নিতে পেরে আনন্দিত প্রবাসী খেলোয়াড়রা।

২০২২ সাল পর্যন্ত ফুটবলের দেশ বলা যায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে, কারণ ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দেশটিতে। কাতারে প্রবাসীদের আয়োজিত ফুটবল টুর্নামেন্টে খেলতে আসা খেলোয়াড় ও খেলা দেখতে আসা দর্শকরা জানালেন ২০২২ সালে মাঠে বসে প্রিয় ফুটবল দলের খেলা উপভোগ করতে প্রস্তুত তারা।

jagonews24

২০২২ সালের কাতার বিশ্বকাপের আমেজ উপলব্ধি করে প্রবাসে শত ব্যস্ততার মাঝেও বাঙালির প্রিয় খেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন বলে জানান এই প্রবাসী ফুটবল সংগঠক।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলা ট্রইগার্স, চট্রগ্রাম, সিলেট, পাঁচলাইশ, দক্ষিণভাগ, নিউ স্টার, আল মানা, শাহানিয়া, ঘরোয়া, বিয়ানীবাজার, কানাইঘাট।

এমআরএম