নারী প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু বুধবার

জাতীয় দলের ১৭ ক্রিকেটার (১৫ জনের মূল স্কোয়াডের সাথে ২জন নেটে সহায়তা করার জন্য) আছেন আরব আমিরাতের দুবাইতে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের সাথে গ্রুপের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ।
আর জাতীয় দলের বাইরের ২১ ক্রিকেটার দেশে অনুশীলন করছেন বেঙ্গল টাইগার্সের হয়ে। বাকি ক্রিকেটারা মাঠে নেই। তবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। এ বছর কে কোন দলে খেলবেন? সেই দল বদলের কার্যক্রম হবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি। ওদিকে নারী ক্রিকেটাররা প্রহর গুনছেন প্রিমিয়ার লিগ খেলার। রাতটুকু পাড় হলেই শুরু নারী ক্রিকেট লিগ।
১৯ ফেব্রুয়ারি বুধবার উদ্বোধনী দিনে চ্যাম্পিয়ন মোহামেডান খেলবে মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবের সাথে। খেলাটি হবে শেরে বাংলা স্টেডিয়ামে। বিকেএসপি ১ নম্বর মাঠে আবাহনীর নারী দল খেলবে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সাথে।
অন্যদিকে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস মাঠে হবে খেলাঘর সমাজ কল্যাণ ও গুলশান ইয়ুথ ক্লাবের মোকাবিলা। ৯ দলের আসরের প্রথম পর্বের অপর খেলাটি হবে আগামী ২০ ফেব্রুয়ারি বিকেএসপিতে। প্রতিদ্বন্দ্বীতা করবে বিকেএসপি নারী দল ও বাংলাদেশ আনসার ভিডিপি।
এআরবি/আইএইচএস/